Skip to main content

 

001111.jpg

হাত বাড়ালে

হাত যদি না ধরে

তবে পা বাড়াতে হয়

 

এগিয়ে যেতেই হয়

যেদিকে ওদের বারণ-শাসন

 

ভয় নেই। ভয় নেই।

ওদের দিন নেই। ওদের রাত নেই।

ওদের অভিভাবক নেই। ওদের ভবিষ্যত নেই।

তবু কেন যেন ওদের তমসার অন্ধকারও নেই।

 

ওদের শুধু ওরাই আছে

ওরাই ওদের অভিভাবক আজ

ওরাই ওদের দিন। ওরাই ওদের বিনিদ্র রাত।

ওরা রাস্তায়

যারা রক্তের উষ্ণতায় আত্মীয় আজ।

 

তুমি শুধু ঘুমিও না

ওপাশ ফিরো না

যদি তাকাও

যদি শোনো

বুঝবে এখন তর্কের সময় নয়

এখন লাভ-ক্ষতি হিসাবের সময় নয়

এখন সময় মশাল পাহারা দেওয়ার

 

সেই মশাল,

যে বর্বরতা থেকে মানুষকে নিয়ে চলেছে

সভ্যতার পর সভ্যতার ইতিহাস লিখে

চড়াই-উতরাই বেয়ে

প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে,

সত্যের দৃঢ় মুষ্ঠিতে ধরা সে মশালের আলোয়

যার নাম

 

 “না, আর না”।

 

001112.jpg

001113.jpg