সৌরভ ভট্টাচার্য
5 February 2019
আমি
আমার হাতে ধরা মুঠোফোন
আমার হাতে ধরা মুঠোফোন
তারপর আমি
তারপর আবার আমি
আমি আমি আমি
তারপর আবার আমি
আমি আমি আমি
তারপর শূন্য একটা মাঠ
অনাত্মীয় আকাশ, তারা
কখনও সখনও চাঁদ
অনাত্মীয় আকাশ, তারা
কখনও সখনও চাঁদ
অন্ধকারে, অনাবিষ্কৃত মাঠের ঘাসে
শামুকের খোলের ভিতর জবুথবু বসা
জরায়ুর স্মৃতির মত কুঁকড়ে
আমি
আর মুঠোফোন
শামুকের দেওয়ালে লাগাতার প্রতিধ্বনি
আমি আমি আমি
শামুকের খোলের ভিতর জবুথবু বসা
জরায়ুর স্মৃতির মত কুঁকড়ে
আমি
আর মুঠোফোন
শামুকের দেওয়ালে লাগাতার প্রতিধ্বনি
আমি আমি আমি