Skip to main content

খুঁজবি কেন শূন্যে বসে?
কল্পনারই অঙ্ক কষে!
আছের মধ্যে দেখ দেখি
যে আছে তারে চিনিস নাকি?
তার ফাঁকিতে পড়েছে সবাই
চোখ বেঁধে নাচ ধিতাই ধিতাই

চোখ খুলে দেখ কপাট খুলে
সামনেই সে, আত্মভুলে
নানান মতে নানান রঙে
'আমি' 'আমি' র নানা ঢঙে
দিচ্ছে ফাঁকি সে মহা আমি
'আমি' ছাড়, ধর হৃদয়যামী
পাগল হবি, মাতবি রসে
অজ্ঞানপাট পড়বে খসে
লোকে বলবে, একি হল!?
বলবি, কই কিচ্ছু না তো
বলবে যদি, কে বটে তুমি?
বলবি মায়ের মুখ্যু ঢেকি!

Category