sumanasya 15 July 2024 শিক্ষা-দীক্ষা দেওয়ার নামে আমাকে তোমার অভ্যাসে অভ্যস্ত হতে বলো কেন? হব না তো। তোমার অভ্যাস তুলবে পাঁচিল অন্ধ-শ্রদ্ধার হব শেষে নির্জীব, নিষ্প্রাণ, প্রশ্নহীন। সত্য দ্বিধায় ফিরবে আমার চারপাশে মূক-বধির নীড়হীন। Category কবিতা Log in or register to post comments4 views