Skip to main content

ভবিষ্যৎ প্রজন্ম পড়বে,

মঙ্গলগ্রহে রকেট পাঠাতে চাওয়া একটা দেশ, বুলেট স্পিডে ট্রেন চালাতে চাওয়া একটা দেশ, ৫জির স্বপ্ন দেখা একটা দেশ, ডিজিটাল হতে চাওয়ার বাসনা রাখা একটা দেশ....

নিজের মরণাপন্ন নাগরিকদের সামান্য অক্সিজেনটুকু দিতে পারল না। শুধু হাজার হাজার অসম্মানিত মৃতদেহের সাক্ষী থেকে গেল।