সোশ্যাল মিডিয়া মৃত্যুকে কত সাবলীল করে, ঘরে এনে বালিশ বিছানার উপর রাখছে। কত কত টাটকা মৃত্যুর ভিডিও। কত হত্যার নিপুণ লাইভ রেকর্ডিং। কত আত্মহত্যার স্বচ্ছ, স্পষ্ট, অরিজিনাল ভারসান। কোনো স্টান্ট নয় দেখুন, ভালো করে তাকান। লাইভ ধর্ষণ দেখবেন? তাও আছে, শরীরের সেনসিটিভ জায়গাগুলো একটু ঝাপসা করে দিচ্ছি...অপেক্ষা করুন, সেদিনও বেশি দেরি নেই, যেদিন ওই ঝাপসা ঝাপসা আড়ালটুকুও আর থাকবে না। টাটকা রক্তের রঙ আপনার তোষক, বালিশ, চাদর, কাঁথা, মেঝে ভিজিয়ে চপচপে হয়ে থাকবে। সব অভ্যাস দাদা..সব অভ্যাস..আপনার গোপন অঙ্গ কি একা আপনারই? সব অভ্যাস দিদি...সব অভ্যাস...শালীনতা? সে তো মধ্যযুগীয় সংস্কৃতি!
মোদ্দা কথা, আর যাই হোক, জেন্যুইন হতে হবে। এক্কেবারে অরিজিনাল, কোনো রকম সেন্সার বা ফেব্রিকেশনের দরকার কি? এসব এভিডেন্স। বোঝেন না কেন? কোর্ট বসেছে মিডিয়ার দপ্তরে - মিডিয়া ট্রায়াল। আমি আপনিই উকিল। আমি আপনিই আসামী। আমি আপনিই বিচারক।
চুপ রও বেয়াদব - বিচার চলছে!
কিছু ঘটলেই পাবলিক ডিম্যান্ড সোশ্যাল মিডিয়ায়..দাদা লাইভ দেখান...ধর্ষণ.. খুন...মাথা থেঁতলানো, হাড়চুরমার, গায়ে আগুনে ঝলসে পোড়া পলকে মৃত্যু...আত্মহত্যা...দেখান দাদা প্লিজ..ওসব আমরা চেটে চেটে খাই এখন...
কে আপত্তি জানালো...
কে..কে...কে...???
শালা...এর বাচ্চা...মারানো..
প্র্যুড!!