Skip to main content
 
 
       বারবার হাত থেকে পড়ে পড়ে যাচ্ছে। ভাঙছে। চিড়ের পর চিড় বেড়েই চলেছে। মানুষের মৃতদেহের সংখ্যা মুখস্থ রাখার অভ্যাসও চলে যাচ্ছে। শুধুই একটা ক্লান্ত বিষণ্ণতা। 
       কোনো বিশ্লেষণ নয়, বিশ্বাসই বাঁচিয়ে রেখেছে ইতিহাস, ভালো করে পড়ো। শুধু কিছু কিছু বিশ্বাস জন্মায় বিকলাঙ্গ। সুস্থ বিশ্বাসের উপর যার আজন্ম আক্রোশ। কোনোদিন আলোতে জন্মাবে না বলে প্রদীপের পর প্রদীপ ভেঙে চলে। বিকলাঙ্গ বিশ্বাসীরা জানে না, প্রদীপ শিখার শরীর নয়, ধারক মাত্র।