সৌরভ ভট্টাচার্য
25 January 2017
সুখের মুহুর্তগুলো ভুলে যাও, ক্ষতি নেই
মনে রেখো কিছু যন্ত্রণা আমরা একসাথে পেয়েছিলাম,
ভাগ করে নিয়েছিলাম বলে
কিছুটা পথ এগিয়ে আসতে পেরেছিলাম
আজ অনেক কিছু বদলে গেছে
তবু সকাল সন্ধ্যে আকাশের রঙ বদলায়নি দেখো
আর বদলালো না পুরো আকাশের ক্যানভাসটা
আমরাও কি বদলালাম?
নাকি প্রতিক্রিয়াগুলো দিক বদলালো শুধু!
মৌসুমী বায়ুর মত