Skip to main content

আমি তোমায় অনন্তকাল চাই
বুকের মধ্যে এক সমুদ্র কান্না
দু'হাত দিয়ে তোমায় বুকে চেপে
হারাবার ভয় তবু নিঃশেষ হয় না

দু'চোখ তোমার মুখের দিকে চেয়ে
সূর্য্য চন্দ্র বালি ঘড়িতে আটকে
কথাগুলো বোবা ব্যাকুল চাওয়ায়
ঠোঁটের কোণে থরথরিয়ে কাঁপছে

আমি তোমায় ভীষণ ভালবাসি
এ কথাটাই চরম সত্যি আজ
আমার কথা প্রাণ ব্যর্থ হয়ে ফেরে
দ্বিধায় লুটায় অহঙ্কারের সাজ

আমার বুকের সব রক্তের শপথ
যাওয়ার আগে আমায় যেও মেরে
চলে যাব, মরণ সাক্ষী থাক
সব বিফলতা শেষ চুম্বনে সেরে

Category