Skip to main content
মরিব, মরিব সখী, শৌচেই মরিব
   এমন হাড়-হিম করা বারি হে প্রিয়
      কেমনে শ্রী-অঙ্গে দিব..
 
কেমনে দিব...আহা, এমন হাড়-হিম করা
   কলমুখাধারা কেমনে অঙ্গে ঢালিব..
 
তুমি গীজার হোয়ো..ওহে প্রাণনাথ গীজার হোয়ো
  পৌষ মাঘেতে দেওয়ালে লটকিয়ে
    মোর পানে চেয়ে থেকো..
    তুমি গীজার হোয়ো...
সখী রে.....
   সখী রে.....
      সখী রে.....
বসন্ত অবধি প্রাণ কি থাকিবে
   যদি সে না হয় গীজার
ওরে ললিতা বিশাখা...
  প্রাণ সখী আমার...
 যা রে শীঘ্র যা...ত্বরা করি যা
  বল রে তাকে..
 গীজার রূপেতে যেন দেখা দেয়
 
  বল রে গিয়ে তারে....
 
(গানটি 'মরিব মরিব সখী'র সুরে একমাত্র বাথরুমেই গাইতে হইবে, অন্য জায়গায় গাইলে ব্রহ্মশাপ লাগিবার সম্ভাবনা)