sumanasya
10 February 2024
সময় যায়। মনও যায়।
তার সাধ, সময়ের প্রতিটা পায়ের ছাপের পাশে
থাকবে তার নিজেরও পায়ের ছাপ।
তাই কি হয়?
বিধ্বস্ত হয়ে ফিরে আসে
বিষণ্ণ।
জিজ্ঞাসা করে,
"আমাকে থামালে না কেন?"
বলতে চাই কিছু,
দিতে চাই কৈফিয়ত,
এমন সময় তারা খসে
কোনো এক আকাশে
সে আবার দৌড়ায় রুদ্ধশ্বাসে
কোনো এক অপূর্ণ ইচ্ছা কাঁখে করে
অগুনতি তারা
অগুনতি ইচ্ছা অপেক্ষায়
প্রতিটা তারা খসার
কত ব্যর্থতায় ভাঙে
এক জন্মের মোহ?