সোজা রাস্তাটা বন্ধ ছিল
বুকের ঘরে আগল ছিল
কান্নাগুলো হিসাবী ছিল
দিনরাত খুব উদাস ছিল
বিধির কি যে খেয়াল হল
রাস্তা ঘুরে কি পাড়া গেল
চিন্তা হৃদ্-আঙনে হোঁচট খেল
কুলকুল কি শব্দ পেল
আসছে শোনে কিসের বান
প্রাণের মূলে মরণটান
মনসুরের সে পাগল গান
সুরে তালে মাতাল প্রাণ
আশেপাশে কে কারা ছিল
এক তোড়ে সব ভেসে গেল
ভাসতে ভাসতে খুঁটি খুঁজি
চললাম কই, কিছু না বুঝি
বোঝাবুঝি তো অনেক হল
মনসুর কয়, প্রেমেতে চলো
খোদা ঈশ্বর খোঁজ কোথায়?
খাঁচার ভিতর কে আসে যায়?
দেখো দেখো মন নয়ন মুদে
এ সংসার কার খুঁটেতে
চলছ কোথায় অহংভরে
খানিক জিরাও এ প্রেমের ঘরে
এ প্রেম যদি তোর ধরল মনে
তোর সাধের সংসার রইল কোণে
ভেদাভেদ ভাই বড়ই বালাই
শাঁস ছেড়ে আঁশ কে খাবে ভাই?
মনসুরের তাই এক জবান
যদি প্রেম বোঝো তো সব সমান
খাঁটি হ মন, ছাড় চালাকি
মাটি গড়া তনু হবে রে মাটি
যে ক'টা দিন তাই পাচ্ছ ভবে
ঝাঁপাও প্রেমে, থাকো ভাবে
ডুব দিলে দাও হৃদমাঝারে
কি অমূল্য ধন যায় বিকায়ে
সার করো মন সহজ সাধন
যদি পেতে চাও সে মানুষ রতন
(ছবিঃ সুমন)