সৌরভ ভট্টাচার্য
1 April 2018
স্টিফেন হকিংকে প্রথাগত, ঐতিহ্যগত ক্যাথলিক ধর্মের অনুশাসন, রীতিতেই শেষক্রিয়া সমাধা করা হল তার সন্তানদের তত্ত্বাবধানে - পয়লা এপ্রিলে এর থেকে মজাদার খবর আর কি হতে পারে? কি বুঝছ হে স্টিফেন খুড়ো, ধম্মের হাত থেকে রেহাই পাবা? বেঁচে থাকতে কাঁচকলা দেখাইলা, এখন মরেই ধম্মের খপ্পরে। কিছু বলবে যে তারও যো নেই।
শুধু একটা কথা জেনে রাখো বাপু, মানুষের টান দৃশ্যমান, স্পর্শমান, বোধগম্য থেকে অলীক রহস্যে মজে বেশি। ঈশ্বর আর ধর্মের সেটায় মনোপলি, তুমি চাইলেই কি আর সরবে বাপ! "অজ্ঞানতায় আমাদের জন্মগত অধিকার"...