Skip to main content


আমার এমনিতে তোমায় মনে পড়ে না
  সারাদিন কত কাজে থাকি
 
এতবড় ক্যানভাসের সামনে এলেই
  তুমি সামনে এসে দাঁড়াও
চলতে ফিরতে ঘাসে পা লাগে
   তোমায় মনে পড়ে না
একলা দাঁড়ালে ঘাস শিকড় ছড়ায় বুকে
  তুমি আসো শিশির বিন্দুপাতের মত
       ঘাসের শিরশিরানিতে
 
 পথে চলতে পথ পায়ের তলায় নির্জীব
     পথের পাশে এসে দাঁড়ালে পথ
   চোখের কোণে কাঁটার মত বেঁধে
    তুমি আসছো?
 
     কাঁটার টানে জল এসেছে চোখে
 
 

Category