sumanasya
19 December 2025
মজার কথা হল, অন্ধকারকে তো সৃষ্টি করতে হয় না, আলোগুলো নিভিয়ে দিলেই সে আপনি জাঁকিয়ে বসে। ব্যস! এবার সবাইকে বলো, অন্ধকারের মত এমন সমদর্শী আর কে আছে? আলোর বৃত্ত আছে, পরিধি আছে, তাকে জ্বালিয়ে রাখার আয়োজন আছে, সাধন আছে..কত হ্যাপা। কিন্তু দেখো, অন্ধকার সবার জন্য সমান। তারপর অন্ধকারে বসে বসে যা খুশী করো, সবুজকে নীল বলো, পর্বতকে ঢিবি বলো..... যা খুশী বলো।