সৌরভ ভট্টাচার্য
26 April 2015
মাত্র দুটো ছবি ছিল মনে
এক, তুমি আসবে
দুই, তুমি থাকবে
দিন গেল
মাস গেল
বছর গেল
আমার মনে দুটো আশা
এক, হয়তো তুমি আসবে
দুই, হয়তো তুমি থাকবে
দিন গেল
মাস গেল
বছর গেল
আমার মনে দুটো ভয়
এক, বোধহয় তুমি আসবে না
দুই, বোধহয় তুমি থাকবে না
দিন গেল
মাস গেল
বছর গেল
আমার মন
মোহনার কাছে দাঁড়িয়ে -
একা
কোনো ছবি নেই
কোনো আশা নেই
কোনো ভয় নেই
দূরে নীলাকশের শূন্যে সাদা মেঘ
কয়েকটা চিল, তাদের ডাক
আর নোনা হাওয়া