Skip to main content

মোহ ভাঙার পর
মিথ্যা হারিয়ে যায় না

     মিলিয়ে যায়, সত্যে।

সত্যই একমাত্র 
    যে শেষ অবধি অপেক্ষা করে থাকে

                    ঘরে ফেরার।

Category