সৌরভ ভট্টাচার্য
5 April 2015
কেন আমার জন্য বসে থাকবে?
ইচ্ছা হলে ডানদিক, বাঁদিক
যেদিক খুশী যেতে পারো
সমুদ্র, পাহাড়, জঙ্গল, মরুভূমি
যেখানে খুশী যাও
শুধু আমায় ডেকো না।
আমি আমার এই ছাদটাতেই থাকি
ভোরের বেলা, বিকাল বেলা, রাতের বেলা
তুমি দাঁড়িও না,
তোমার অস্থিরতা আমায় অপরাধী করে
আমি যা দেখতে পাই
তুমি তা দেখতে পাওনা বলে।
তুমি ঘুরে এসো
আমি এখানেই আছি
এই খোলা আকাশের নীচে
সংসারের থেকে একটু উঁচুতে, বিচ্ছিন্ন হয়ে।
একটা কথা মনে রেখো
আমি তোমার অপেক্ষায় নেই
কারোর অপেক্ষাতেই নেই আমি।
আহ্নিক বার্ষিকের এক ক্ষুদ্র লহমায় দেখা হয়েছিল আমাদের-
ব্যস এতটাই সত্যি।
বাকিটার সাথে মহাকাশের সম্পর্ক নেই,
মহাকাশ কারোর অপেক্ষা করে না
আমি সেই মহাকাশ,
তুমিও তাই, পরে জানবে,
সবাই জানতে পারে,
হয় সব পেয়ে, না হয় সব হারিয়ে।
সাবধানে যেও!