সৌরভ ভট্টাচার্য
2 March 2015
তোমায় আমি চাই না
তুমি হেসে বললে, তাই?
আমি বললাম, তাই তাই তাই
তুমি বললে, বেশ তো
আমি তবে যাই যাই যাই
আমি বললাম,
না না না
তুমি বললে, না কেন?
আমি বললাম, ইচ্ছা তাই
যাব বললেই যেতে হবে?
যখন খুশী যাওয়া চাই!
তুমি বললে, কেন নয়?
আমি বললাম, তোমায় আমি ভালোবাসি,
যদিও এটা সত্যি নয়
তবু তোমার যাওয়া হবে না
তুমি বললে, কেন?
আমি বললাম, এতো বেজায় ঠেঁটা!
গেলে আমার কষ্ট হবে
তাও জানো না যেন!
তুমি বললে,
তাও বলবে ভালোবাসো না!
আমি বললাম, না না না
তুমি বললে, একি ভীষণ গেরো
আমি বললাম, যেই না বলব ভালোবাসি
অমনি যদি অন্যদিকে ফেরো!