সৌরভ ভট্টাচার্য
6 October 2014
সমুদ্রের পাড়ে বসেছিলাম সকালবেলা।
এক ঝলকা আলো আমার মুখের ওপর এসে পড়ল,
বলল, সূর্য্য বলে কিচ্ছু নেই, আমিই সব।
এক আঁচলা জল গায়ে এসে পড়ল সমুদ্র থেকে,
বলল, সাগর বলে কিচ্ছু হয় না, আমিই সব।
এক মুঠো বালি আমার পায়ের ফাঁকে ঢুকল,
বলল, পৃথিবী বলে কিচ্ছু হয় না, আমিই সব।
শেষে আমার ভিতর থেকে এক টুকরো আমি বেরিয়ে এল,
আমার দু- গালে দুটো ঠাস ঠাস চড় মারল,
আমার নাক মুলল, কান মুলল
তারপর বলল, পরম আমি বলে কিছু হয় না
বুঝলে, আমিই সব!
আমি সবার দিকে চেয়ে বললাম,
মিথ্যুকের দল যত, দূর হ এখান থেকে!
সব সুড়সুড় করে পালাতে লাগল
আর আমি হো হো করে হেসে উঠলাম!