Skip to main content

কম্বল আর সম্প্রদায়ের মধ্যে একটা মিল আছে। প্রথমটা রাতে ভয় পেলে ভূত দেখার আতঙ্কের হাত থেকে বাঁচায় আর সম্প্রদায় জীবনের রূঢ় বাস্তবতাকে ভয় পেলে দল পাকিয়ে ঘেরাটোপ তৈরি করে বাঁচায়।

দুটোই অবশেষে কাজে লাগে না যদিও। কিন্তু ততক্ষণে আবার নতুন করে কম্বল টানা আর সম্প্রদায়ের ওমে ঘুমানো পার্টি এসে গেছে যে! কম্বলের আর সম্প্রদায়ের কাজ তাই টিকেই যায়।