Skip to main content

জোছনা করেছে আড়ি
আসে না আমার বাড়ি
গলি দিয়ে চলে যায়...

গানটা মনে পড়ছে। ভীষণ মনে পড়ছে। আজ আরো অনেকের মনে পড়বে। যাদের সকাল হলে কাজে যাওয়ার তাড়া নেই আর।

"কেন মেঘেরও ছায়া চাঁদেরও চোখে"

 এই গানটাও মনে পড়ছে। সুরটা দরবারি না?

  জানি না, জানি না। লজ্জা লাগছে। এতটা উঁচুতে ওঠার গল্প শুনতে লজ্জা লাগছে। ফিরে এসে মাটি না পাই যদি? ভয় হচ্ছে। ভীষণ ভয়। মাটির পরে দাগ কাটা। তোমার আমার হিসাব কষা। তফাত যাও...তফাত যাও...তফাত যাও....

  কে কাঁদছে?

  কেউ না। ওই দেখো রামধনু। উঁহু ধরতে চেয়ো না... মিলিয়ে যাবে... রামধনু না, তুমি!