Skip to main content
মাথার মধ্যে কি অদ্ভুত,
কি অদ্ভুত, কি অদ্ভুত!

কাদের বাসা কি কিম্ভুত,
কি কিম্ভুত, কি কিম্ভুত।

তাদের নাচে দিক-হারা,
দিক হারা, সব ছাড়া।

শোর তুলেছে ঠাঁই নাড়া,
ঠাঁই নাড়া, দেশ ছাড়া।

পাল তুলেছি এইতো রে,
এইতো রে, দেখতো রে।

দিকবিদিক নেই তো রে,
নেই তো রে, সেই তো রে।

কি হবে শেষ কে জানে?
কে জানে? কেউ জানে?

সে জানে যে সব জানে,
সব জানে যে সব খানে।

তার সাথে আজ মিলব রে,
মিলব রে, গাইব রে।

রইবে পড়ে আর কি রে?
আর কি রে? ছাই যে রে।

সব কিছুরই এই তো শেষ,
এই তো শেষ, নেই তো রেশ।

হারিয়েছি সব এই তো বেশ,
এই তো শেষ, এই তো বেশ।

Category