সৌরভ ভট্টাচার্য
25 September 2015
তোমার সাথে রোজ কথা বলি
এ কথা, সে কথা, কত কথা
প্রতিদিন তোমার কত কথাই শুনি
এ কথা, সে কথা, কত কথা
এ সব গুলোই মিছিমিছি
আসল কথাটা দু'জনেই যাই এড়িয়ে
সে কথায় ঢাকি, নানা কথার ঢাকা
এ কথা, সে কথা, কত কথা
চোখ নীরবে পড়ে মণির নীরব ভাষা
বুকের থেকে প্রাণে দমকা বাতাস লাগে
তুমি আমি খুঁজি সেই কথাটার নাগাল
কিছুটা করে ফাঁক-
এ কথা, সে কথা, কত কথার জাল