সৌরভ ভট্টাচার্য
18 July 2019
সদ্য গৃহপ্রবেশের পুজো শেষ হল। বাড়ি ভর্তি প্রচুর মানুষ। বাচ্চাকাচ্চাদের দৌরাত্ম্য। বৃদ্ধ পুরোহিত মশায়কে চা জল খাওয়ানোর দায়িত্ব পড়ল আমার উপর।
চেয়ারে বসে বললেন, আমায় নিয়ে ব্যস্ত হোয়ো না। এক কাপ চা দিতে বলো। সকাল থেকে না খাওয়া, আর কিছু খাব না।
মা ওনার জন্য সাগু মেখে রেখেছিলেন। বললাম, মা আপনার জন্য একটু সাগু মেখে রেখেছেন, দিই এখন?