Skip to main content
 
 
মেরুদণ্ডেরও হৃৎপিণ্ড হয়
  যদি মরণ নদীতে পা ডুবিয়ে
          অবসাদের দলঘাস কাটো
 
একবিন্দু ভালোবাসা পৌঁছাতে
  প্রতিকণা রক্তবিন্দুকে জ্বালিয়ে
 
          আকাশ পাতাল ঘুরে হাঁটো