সৌরভ ভট্টাচার্য
23 November 2016
মেরুদণ্ডেরও হৃৎপিণ্ড হয়
যদি মরণ নদীতে পা ডুবিয়ে
অবসাদের দলঘাস কাটো
যদি মরণ নদীতে পা ডুবিয়ে
অবসাদের দলঘাস কাটো
একবিন্দু ভালোবাসা পৌঁছাতে
প্রতিকণা রক্তবিন্দুকে জ্বালিয়ে
আকাশ পাতাল ঘুরে হাঁটো
প্রতিকণা রক্তবিন্দুকে জ্বালিয়ে
আকাশ পাতাল ঘুরে হাঁটো
[ছবিঃ সুষ্মিতা বরাট]