Skip to main content

হাতে রিমোট 

একটা টিপলে IPL
একটা টিপলে রিয়েলিটি শো
একটা টিপলে সিরিয়াল
একটা টিপলে সিনেমা

একটা টিপলে
মৃত্যু মিছিল
হাহাকার 

নাছোড়বান্দা 
    না নিভন্ত চুল্লী

থাক না ও কথা
  রিমোট আমার
    টিভি আমার
       আঙুল আমার
           মাথা আমার
               হৃদয় আমার

লজ্জা? 

কিসের জন্য?
   সবটা বাস্তব। মেনে নিতে হয়।

সেকেন্ড ওয়েভ?
ওদের জন্য। 
আমার কিম্বা আমাদের তো নয়!

Category