সৌরভ ভট্টাচার্য
25 April 2021
হাতে রিমোট
একটা টিপলে IPL
একটা টিপলে রিয়েলিটি শো
একটা টিপলে সিরিয়াল
একটা টিপলে সিনেমা
একটা টিপলে
মৃত্যু মিছিল
হাহাকার
নাছোড়বান্দা
না নিভন্ত চুল্লী
থাক না ও কথা
রিমোট আমার
টিভি আমার
আঙুল আমার
মাথা আমার
হৃদয় আমার
লজ্জা?
কিসের জন্য?
সবটা বাস্তব। মেনে নিতে হয়।
সেকেন্ড ওয়েভ?
ওদের জন্য।
আমার কিম্বা আমাদের তো নয়!