Skip to main content

তুমি জাল বিছিয়ে বসে থাকো,
তোমায় শুধু না, তোমাদের মত অনেককে আমি চিনি।
নিজেও আটকে থাকার ভাণ করো জালে
তোমায় ছাড়াতে আসে দরদীর দল
ভাবের দলদলে যায় ফেঁসে
ওরা যত ফাঁসে তুমি নিষ্ঠুর হও তত তোমার
মাধুরী মেশানো বিষে
উফ্ কি ভয়ঙ্কর তুমি! মানে তোমরা!
কখনো কখনো ছিবড়ে ক্ষত-বিক্ষত কয়েকটা প্রাণ
বেরিয়ে আসে তোমার মোহের জাল ছিঁড়ে
তার দরদ হয়তো সেদিন প্রতিহিংসায় শাণিত।
এখন সে তাকেও আঘাত করে যে সত্যি জালে আটকে, ভাণ না-করে তোমার মত।
সত্যিই কি ভয়ঙ্কর তুমি, মানে তোমরা
যারা নিজেদের প্রতিদিন বেচো দুঃখের মোড়কে, অকারণে।
সহানুভুতির মাপে নিজেদের মূল্য বাজিয়ে নাও
কড়ায়- গন্ডায় কয়েকটা সরল বিশ্বাসের বিনিময়ে!

আমি দূর থেকে তোমাদের দেখি, তোমরা-
মরীচিকা না চোরাবালি?
নাকি কুয়াশায় ঘেরা মায়াবিনী!

 

Category