Skip to main content

ঘাসের মূলের সাথে -
যে মাটি, যে জল, যে সোঁদা গন্ধ
তারই কথা বলি
সে আমার চিরন্তন।

ঘাসের উপর যে শিশির
আর তার উপরে আলোর যে বর্ণালী
তাকে শুধুই দেখি,
চাই না তাকে
সে মায়া- শুধুই ক্ষণিকের।