Skip to main content

ফাটা মাটি। অবাধ্য পাহাড়। শুষ্ক মরুভূমি। যন্ত্রের রক্তচক্ষু।
       যারা মুখোমুখি, পাশাপাশি, হাতেতে হাত রেখে
            যারা যেন বেহিসাবী, প্রাক-মঞ্জুরিত প্রাণ
          তারা বুঝুক আবার আজ, তাদের টানেই জীবনের জয়গান।

চাকার শব্দ মন্ত্র। পেশীর দেওয়ালে মন্দির।
          চালাকি জানে না শ্রমের রাজ্য
                 ঘামঝরা ফুল, উদাত্ত কণ্ঠের গান
                              ঋজুপথ আনুক মুক্তির।

Category