Skip to main content
মাটিতে বুকটা

মাটিতে বুকটা ছুঁইয়ে দেখো
  মাটির কণায় কণায় অনন্তের ছায়া

যদি আকাশকে মাপো দৃষ্টির সীমা রেখায়
  সাগর হবে যেন শুধু ঢেউয়েরই আসা যাওয়া

গভীর যদি গভীরতায় না পায় আশ্রয়
  তবে জেনো প্রতিটা শ্বাস হবে -
             শুধুই প্রাণের অপচয়

 
(ছবিঃ সমীরণ নন্দী)