Skip to main content

মর্মে যদি হলি কানা
কালো অক্ষরে কি দেখবি আলো?
দ্বন্দ্ব যুদ্ধ বাধিয়ে মরিস
জগত জোড়া করলি কালো

মর্মে গিয়ে মর্ম জাগা
সে জন মর্মে আছে মিশ খেয়ে
মর্ম ছাড়া ধর্ম কথা
যেন বোবা উঠেছে গান গেয়ে

যদি মর্মে হল দেখা সাক্ষাৎ
চৌকাঠ ভেঙে হল চৌচির
তখন কোনটা ঘর আর কোনটা পর
সে জন নাই যে করবে স্থির

মর্মের কথা মর্ম জানে
কান পেতে থাক সেই মূলে
সে যে মন বুদ্ধির পারে রে মন
আর ঘুমাবি কত ভ্রমে ভুলে

Category