সৌরভ ভট্টাচার্য
16 May 2015
সবচাইতে বড় আড়াল নিজের সাথে নিজের আড়াল। যে করেই হোক নিজের মুখোমুখি হতেই হবে। যা কিছু পাপ, তাকে মাথা নীচু করে স্বীকার করে, জোড় হাত করে নিজের অন্তর্যামীর সামনে হাঁটু গেড়ে বসতে হবে, ক্ষমা চাইতে হবে।
তিনি ক্ষমা করবেন। আন্তরিক ক্ষমা প্রার্থনা বিফল হয় না। রামকৃষ্ণদেব বলতেন, 'প্রার্থনা আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন।' আবার এও যোগ করে দিয়ে বলতেন, 'তবে টেলিগ্রাফের তারে যদি ফুটো থাকে, তবে খবর যায় না।' কি অপূর্ব উদাহরণ!