Skip to main content
মরে ভ্রান্তিই শুধু

ছায়া কোনোদিন আলোর উৎসের দিকে জন্মায় না
জন্মায় মরে ভ্রান্তিই শুধু,
    সত্য অজন্মা, আবৃত হয়

                  অবলুপ্ত হয় না


[ছবিঃ দেবাশিষ বোস]