Skip to main content
মর্দানা

মর্দানা,

বিশ্বাস মানে ধ্রুবক
ভালোবাসা মানে ধ্রুবতারা
ধ্রুবতারা মানে এক


   জীবন মানে
     এক - এর মধ্যে বাঁচা
       এক - এর বিরুদ্ধে দুই দেখে যে অজ্ঞ
           একের থেকে দুই,
              দুই এর থেকে চার
               এভাবে সংখ্যা মেলে অনন্তে
                  অনন্ত মেলে এক - এ

    এক - সৎ নাম
    এক - কর্তা
    এক - শাশ্বত
    এক - অনন্ত
    এক - ইচ্ছা। মঙ্গল।

(শুভ গুরুনানক পূর্ণিমা)

Category