Skip to main content
 
মৃতদেহটা কি সুন্দর সাজালে
চন্দন, ফুল, ধূপ
   কিচ্ছুটি বাদ গেল না
 
মানুষটা একদিন জীবিতও ছিল
      কেন যেন সেই কথাটাই মনে ছিল না