আমি একজন মানুষকে চিনি
যিনি ভগবানকে ভালোবাসতে গিয়ে
মানুষকে এত ভালোবেসেছিলেন
যে তাকে চন্দনে, মালায় সাজিয়ে বলেছিলেন
তুমি সাজো, তুমি গাও, তুমি নৃত্যে মাতো
তোমার উপাস্য সুন্দর
তুমি মানুষ, এই তোমার একমাত্র পরিচয়
প্রেম, তোমার একমাত্র সম্পদ
নম্রতা, তোমার একমাত্র শক্তি
তিনি নদীয়ায় জন্মেছিলেন
আমি আরেকজন মানুষকে চিনি
তিনিও ভগবানকে ভালোবাসতে গিয়ে
মানুষকে এমন ভালোবেসেছিলেন
যে কয়েকটা দুষ্টু লোকের বায়নায় ক্রুশবিদ্ধ হলেন
আবার ফিরে এলেন
তিনি মানে তাঁর ভালবাসা, মানুষের জন্য
বললেন, তোমরা একে অপরকে ভালোবাসো
ব্যস তাহলেই হবে
তিনি জেরুজেলামে জন্মেছিলেন
(আজ শুভ দোলযাত্রা। রঙের দিন। এমন দুজন মানুষের কথা মনে আসছে যাঁদের হৃদয়ের প্রেমের রঙ বহু হৃদয়কে আজও রাঙিয়ে চলেছে। আজ শ্রী মহাপ্রভুর জন্মতিথিও। তাঁর চরণে প্রণাম জানাই আর সকলকে জানাই আমার রঙীন শুভেচ্ছা।)
(ছবিঃ সুমন দাস)