Skip to main content
 
মানুষের ভিতর মানুষ পুড়লে শব্দ হয়
স্লোগান নয়
কান্না নয় 
চীৎকার নয়
মানুষের ভিতর মানুষ পুড়লে শব্দ হয়
ক্ষোভ নয়
অভিশাপ নয়
ধৈর্যচ্যুতি নয়
মানুষের ভিতর মানুষ পুড়লে শব্দ হয়
ঘূর্ণির মত
ঝড়ের মত
ভূমিকম্পের মত
   শব্দ হয়
     শব্দ হয়
       শব্দ হয়

Category