Skip to main content
 
ধূমপান ক্যান্সারের কারণ। প্যাসিভ স্মোকিং ক্যান্সারের কারণ। ক্যান্সারে প্রতিবছর দেশে সারা পৃথিবীতে লক্ষকোটি মানুষ মারা যাচ্ছে।
       অর্থাৎ সব সিগারেটের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কেউ সিগারেট কিনছে না। কেউ স্মোক করছে না। সবাই মৃত্যুভয়ে সিগারেট ছেড়ে দিয়েছে।
       এটা কি বাস্তব চিত্র? নয় তো না? অর্থাৎ একটা শখ, শুধুমাত্র শখ, এত বছরের এত প্রমাণ, এত স্ট্যাটেসটিকস, এত হাজার সাবধান বাণী, সিনেমা হল থেকে বইয়ের পাতায়, সব ব্যর্থই তো? শুধুমাত্র একটা শখের জন্য। প্যাসিভ ও অ্যাক্টিভ - দুই স্মোকিং এর ভয়ংকর পরিণতি জেনেও....
       এ সব কেন লিখলাম? আসলে সারা ফেসবুক জুড়ে অনেক মানুষ ঘন ঘন ভীষণ অবাক হচ্ছে দেখছি, "মানুষ তাও কি করে বেরোচ্ছে!!!!!"
       মনুষ্য প্রকৃতি নিয়ে এ হেন অজ্ঞতা বড্ড বেশি সরলতা নয় কি?
       এর মানে এই নয় বেরোতে প্ররোচিত করছি। মানুষ ভয়ে বেরোবে না, সে ভয় মৃত্যু ভয় না, থানা-পুলিশের ভয়। বাকিটা কেউ কোথাও পৃথিবীতে বেশিদিন মানে না। সয়ে যেতে থাকে। সয়ে যেতে থাকে। যেদিন মৃত্যুভয়ে সব সিগারেটের দোকান বন্ধ হবে, সব প্যাসিভ অ্যাক্টিভ স্মোকিং বন্ধ হবে, যেদিন ঘন ঘন smoking kills আর লিখতে হবে না সেদিন বুঝব মনুষ্যপ্রকৃতি বদলেছে। নচেৎ - আমায় বাধ্য করো, অপশান দিয়ো না। আর আপনারাও ঘন ঘন "ওমা একি!!" এই বালখিল্যতা বন্ধ করুন।