আমার ছাত্র, ব্যাঙ্কে চাকরি পেল। ভারতের প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। পোস্ট - PO. এখন দক্ষিণ ভারতের একটা বিখ্যাত শহরে প্রশিক্ষণরত। ওর মুখে শুনলাম, ওদের মধ্যে একজন বিকলাঙ্গ বন্ধু আছে, পোলিও আক্রান্ত হয়েছিল যে ছোটোবেলায়। সেই বিকলাঙ্গ ছেলেটির রুমমেট তার সাথে এক ঘরে থাকতে আপত্তি জানিয়ে ঘর ছাড়ল, কারণ? তার নাকি পোলিও ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ওর সাথে থাকলে।
যে আপত্তি জানালো, সে অবশ্যই শিক্ষিত, মেধাবী, নইলে এত কঠিন পরীক্ষা পাশ করা সম্ভব তো নয়! পরে জানলাম শুধু সে নয়, আরো কয়েক জনের মধ্যে এই ভয়ের ক্ষীণ আভাস সে দেখেছে, তারা উক্ত ছেলেটিকে এড়িয়ে চলাফেরা করে, কে জানে কিসে কোন রোগ ছড়ায়, বলা তো যায় না! এমনকি মুষ্টিমেয় কয়েজন ছাড়া তার সাথে কথা বলতেও কেউ যায় না, যার চলাফেরা হুইলচেয়ারে বন্দী।
অজ্ঞানতা, কুসংস্কার কি আমাদের জন্মগত অধিকার? আমরা কিছুতেই ছাড়ব না! যতই বিজ্ঞান পড়াও, হাজার হলেও বিজ্ঞান তো পাশ্চাত্যের মাটির ফসল না! ওতে আমাদের যুগান্ত লালিত ধর্ম-প্রসূত অপজ্ঞানের প্রাচীর নড়তে দেব কেন? ঠিকই তো! মানুষ না হই, আর্য তো বটে!