Skip to main content

বাবা হাস্পাতালে থাকাকালীন কয়েকবার ব্লাড আনতে ব্লাডব্যাঙ্ক যেতে হয়েছিল। একটা আশ্চর্য জিনিস দেখলাম। যারা ব্লাড নিচ্ছেন তারা কেউ ব্লাডগ্রুপের প্যাকেটটা সেভাবে চেক করছেন না। শুধুমাত্র যে গ্রুপটা চান সেটাই দেওয়া হয়েছে কিনা মিলিয়ে দেখছেন।

        ভাবছেন তো এতে বিস্ময়ের কি আছে? আরে নেই? এরাই যখন খবরের কাগজ ভরে পাত্রপাত্রী বিজ্ঞাপন দেন তখন কত কি লেখেন না? ব্রাহ্মণ, বৈশ্য, দেবারি, ইত্যাদি ইত্যাদি। এদিকে JU, MNC, NET QUALIFIED ইত্যাদিও পাশে লেখা। ঠিক আছে অন্তত হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ,না খ্রীষ্টান, না শিখ ইত্যাদি সেটা তো প্যাকেটে উল্লেখ থাকা উচিৎ। তাই না? হাজার হোক এসব তো আমরা মানি? আমাদের গুরুরা মানার শিক্ষা দিয়েছে এসেছেন। তবে? একিরকম দ্বিচারিতা বুঝিনা বাবা! আমি তো জাত খোয়ানো পাবলিক আমার না হয় না হলেও চলে, তা বলে এমন আর্যরক্তের তো একটা মান আছে না!

        খুব ক্লিশে শোনালো? তা তো বটেই। কাশ শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলোতে মানুষ শুধু এই আধুনিকোত্তর যুগে মানুষই খুঁজত!