Skip to main content
manush bahusatyajibi

মানুষ কেন মিথ্যাবাদী জানো?

 

কারণ মানুষের মধ্যে আছে একটা সত্য না।

মানুষের মধ্যে আছে

   দুটো সত্য, তিনটে সত্য

     আছে নানান রকম সত্য।

 

   তাই মানুষ মিথ্যাবাদী,

          মানুষ বহুসত্যজীবী।

 

 

(ছবি: আন্থনি মঙ্গি)

 

Category