Skip to main content

সদ্যোজাত মানুষের পাশে
  মানুষকেই দেখেছি প্রসন্ন মুখে
    কোনো দেবতাকে নয়

মৃত মানুষকে কাঁধে নিয়ে
  মানুষকেই দেখেছি সাশ্রুনয়নে
    কোনো দেবতাকে নয়

মানুষের হৃদয়ের শূন্যতায় যে ঈশ্বর
     সে অর্থহীন, অসুন্দর
   পূর্ণ হতে মানুষ মানুষকেই চায়
       ঈশ্বরের মত করে
          মানুষ হয়ে

Category