মানুষ আগুনকে জেনেছে
রান্না করেছে
ঘর গ্রাম জ্বালিয়েছে
মানুষ বুদ্ধিকে জেনেছে
সত্যকে পেয়েছে
মিথ্যাকে জানিয়েছে যুক্তিতে
মানুষ আবেগকে জেনেছে
ভালোবেসেছে
হিংসাকেও এনেছে গোপনে
মানুষ ভাষাকে জেনেছে
গভীর চিন্তন, আবেগ পেয়েছে রূপ
জন্মেছে প্রতারণা, ছল, চাতুরী
মানুষ কামকে জেনেছে
জন্মেছে সুখ, নবজাতক
ধর্ষক হয়েছে, হয়েছে মর্ষকামী
মানুষ রাজনীতি জেনেছে
এনেছে সুশাসন, ন্যায়, শান্তি
হয়েছে স্বেচ্ছাচারী, অত্যাচারী, শোষক
মানুষ বিজ্ঞানকে জেনেছে
সহজ হয়েছে সময়, পৃথিবী, জীবন
এনেছে মারণ অস্ত্র, ষড়যন্ত্রকারী যন্ত্র
মানুষ বিশ্বাসকে জেনেছে ধর্মে
বলেছে ভালো হও, করো ভালো
অন্ধকারকে জারিয়ে তুলে ঢেকেছে আলো
মানুষ মন্থন করে চলেছে
সময়ের দণ্ডে নিজেকে
জীবনকে পেয়েছে অমৃতে
পেয়েছে গরলে