Skip to main content

মণিমার (Pratima Basu) সাথে আমার পরিচয় Sanhita র মাধ্যমে। সংহিতার মাইমা। সংহিতার সাথে পরিচয় ফেসবুকের মাধ্যমে। সংহিতার এক কথায় পরিচয় ভীষণ ভালো, স্নিগ্ধ একজন মানুষ। একটা দাবীহীন বন্ধুত্বের স্পর্শ সব সময় ওর কাছ থেকে পাই। বোলপুরে থাকে, খুব ভালো রবীন্দ্রনাথের গান গায়, ওর গলায় আমার খুবই ভালো লাগে। সহজ সরল গায়কী।
আর মণিমার সম্বন্ধে কি বলা। বয়েস ওনার চিন্তাধারা, বিশ্বাস, মনের সবল গতিকে স্পর্শ করতে পারেনি। এমন বন্ধুর মত মেশার ক্ষমতা ওনার যাতে মুগ্ধ হতেই হয়। আমি সৌভাগ্যবান ওনার স্নেহধন্য হয়ে। দমদম থেকে এতটা পথ শরীরের আপত্তি সত্ত্বেও এসে পড়েছেন। এ বিরাট পাওয়া। আজ বর্ষার মধ্যেও আমরা একটু ঘুরে বেড়ালাম। গল্প করলাম। Sumanও ছিল। অভিজ্ঞতারা ওনার স্মৃতির ঝাঁপি থেকে গুটিগুটি পায়ে আমার ঘরের আনাচেকানাচে স্থান নিল। 
সময় বলে আসলে কিছু হয় না। মানুষ আছে বলেই সে আছে, নইলে সবটাই শূন্য। আমার অনুভূতি না থাকলে এতবড় বিশ্বের এতকিছু আয়োজন খানিক পদার্থ বিজ্ঞান আর রাশিবিজ্ঞান হয়ে পড়ে থাকত। আমি তৈরি করেছি স্মৃতি। আমার অস্তিত্বের বাগানবাড়ি।