সৌরভ ভট্টাচার্য
29 November 2014
মন একটা মস্ত পাহাড়
তার পূব দিকের নীচে আমি থাকি
এদিকে চিন্তার জঙ্গল, ভাবের ঝরণা
ওদিকে কি, জানি না
ওদিকের খবর পাইনি কোনো কালে
তবু ওদিক যে আছে, জানি
কেউ কেউ ওদিকের খবর বলে।
আমি জঙ্গলটা পেরিয়ে ঝরণাটার উৎস
খুঁজতে গেছি কয়েকবার, পথ হারিয়েছি
কোনো ফুলের মাধুর্যে চোখ গেছে আটকে
বা ক্লান্ত শরীরে হয়তো ঝরণায় নেমেছি স্নানে আর ওঠা হয় নি ওপরে
কি আছে ওদিকে? জানা হয় নি আজও
তোমায় দেখে মাঝে মাঝে মনে হয়
তুমি এদিক ওদিক - দুদিকেরই খোঁজ রাখো
যখন আমার সামনে আসো, মনে হয় যেন মনের ওপার থেকে এলে
তুমি আমায় চেনো, বুঝতে পারি
আমি কি চিনি তোমায়? তুমি কে?
আমায় নিয়ে যাবে ওপারে? যাবে?
তবে যাই তোমার সাথে।
তার পূব দিকের নীচে আমি থাকি
এদিকে চিন্তার জঙ্গল, ভাবের ঝরণা
ওদিকে কি, জানি না
ওদিকের খবর পাইনি কোনো কালে
তবু ওদিক যে আছে, জানি
কেউ কেউ ওদিকের খবর বলে।
আমি জঙ্গলটা পেরিয়ে ঝরণাটার উৎস
খুঁজতে গেছি কয়েকবার, পথ হারিয়েছি
কোনো ফুলের মাধুর্যে চোখ গেছে আটকে
বা ক্লান্ত শরীরে হয়তো ঝরণায় নেমেছি স্নানে আর ওঠা হয় নি ওপরে
কি আছে ওদিকে? জানা হয় নি আজও
তোমায় দেখে মাঝে মাঝে মনে হয়
তুমি এদিক ওদিক - দুদিকেরই খোঁজ রাখো
যখন আমার সামনে আসো, মনে হয় যেন মনের ওপার থেকে এলে
তুমি আমায় চেনো, বুঝতে পারি
আমি কি চিনি তোমায়? তুমি কে?
আমায় নিয়ে যাবে ওপারে? যাবে?
তবে যাই তোমার সাথে।