সৌরভ ভট্টাচার্য
3 September 2014
মাননীয় ধর্মাবতার,
আপনার দেশে শাস্তির বহর আছে বটে!
চুরি ছিনতাই খুন অপহরণ ধর্ষণ
সবেরই আছে নানান ধারায়
নানান শাস্তির বিধান।
তবে আমার একটা প্রশ্ন আছে।
যারা সারা বছর একটাও কবিতা পড়েনি
কি একটা চারাগাছ লাগায়নি টবে
বা বেড়াতে যায়নি সাগরে কিম্বা পাহাড়ে
সুযোগ থাকা সত্ত্বেও,
যারা গান শোনেনি বা ফুলের দিকে তাকায়নি
পর্য্যন্ত, এমন ব্যস্ততা!
অথবা যারা 'ভালোবাসি' শব্দটা উচ্চারণও
করেনি সারা বছর হল
এদের কেন শাস্তির বিধান নেই আপনার আইনে?
অথচ এরা অন্য রকম হলে
হয়তো আপনার মার্কা মারা অপরাধীদের সংখ্যা কিছুটা হলেও কমত।
ভেবে দেখবেন।