সৌরভ ভট্টাচার্য
15 December 2016
তোমায় কোনোদিন গলা জড়িয়ে
আদর করে, চুমু খেয়ে বলিনি
- ওগো আমি তোমায় কত্ত ভালোবাসি!
আদর করে, চুমু খেয়ে বলিনি
- ওগো আমি তোমায় কত্ত ভালোবাসি!
ওসব আমার ন্যাকা ন্যাকা লাগে,
ভবিষ্যতেও বলব না কোনোদিনই জেনো
তবে কিছু কথা তোমার জানা দরকার
তাই একটু চেয়ারটা টেনে বসো
ভবিষ্যতেও বলব না কোনোদিনই জেনো
তবে কিছু কথা তোমার জানা দরকার
তাই একটু চেয়ারটা টেনে বসো
ভরা বসন্তে ফুল ফুটলে তোমায় পাশে না পেলেও চলবে
তখন ফ্লার্ট করার মত অনেক কেউ আছে, তুমিও ভালো জানো
তখন ফ্লার্ট করার মত অনেক কেউ আছে, তুমিও ভালো জানো
তবে বর্ষায় যখন ছাতা রেনকোট ভুলে কাকভেজা হয়ে ফিরি
হাতের সামনে গামছা নিয়ে তুমিই এসো
জ্বরের ঘোরে সারারাত যখন মাকে খুঁজি, কিম্বা যন্ত্রণায় কোঁকাই
পাশে তুমিই থেকো
মন খারাপ হলে বা ভীষণ বদমেজাজে, কিম্বা অবসাদের মরসুমে
হাতটা রেখো গায়ে, গালাগাল শুনো, সব দোষ যেন তোমার
এমন ভানটা তুমিই কোরো
আরো এমন অনেক অনেক মুহুর্ত আছে, যেগুলোতে শুধু তোমাকেই মানায়
ঈশ্বরও তখন ছুটিতে থাকেন, তোমার হাতে নিশ্চিন্তে ছেড়ে আমায়
এই ভাঙাচোরা আমার জগত, যদি টিকে আছে আজও
এই আহ্নিকগতি, বার্ষিকগতি ঠেলে - শুধু তোমার জন্য
আমার ভাঙাচোরা এ আমি, যদি টিকে আছি আজও
এত নির্বোধ, গুণহীন হয়েও, এ গুণীজন, প্রতিভার সংসারে - সেও তোমার জন্য
হাতের সামনে গামছা নিয়ে তুমিই এসো
জ্বরের ঘোরে সারারাত যখন মাকে খুঁজি, কিম্বা যন্ত্রণায় কোঁকাই
পাশে তুমিই থেকো
মন খারাপ হলে বা ভীষণ বদমেজাজে, কিম্বা অবসাদের মরসুমে
হাতটা রেখো গায়ে, গালাগাল শুনো, সব দোষ যেন তোমার
এমন ভানটা তুমিই কোরো
আরো এমন অনেক অনেক মুহুর্ত আছে, যেগুলোতে শুধু তোমাকেই মানায়
ঈশ্বরও তখন ছুটিতে থাকেন, তোমার হাতে নিশ্চিন্তে ছেড়ে আমায়
এই ভাঙাচোরা আমার জগত, যদি টিকে আছে আজও
এই আহ্নিকগতি, বার্ষিকগতি ঠেলে - শুধু তোমার জন্য
আমার ভাঙাচোরা এ আমি, যদি টিকে আছি আজও
এত নির্বোধ, গুণহীন হয়েও, এ গুণীজন, প্রতিভার সংসারে - সেও তোমার জন্য
লোকে বলে আমায় সব দিয়ে নাকি অস্তিত্বহীন তুমি
ওরা যে দেখে আমায়, জানে না এ কার ছায়া,
কাব্যে বলি?
কার বলেতে বলীয়ান হয়ে দাঁড়ায়েছে এ কায়া!
ওরা যে দেখে আমায়, জানে না এ কার ছায়া,
কাব্যে বলি?
কার বলেতে বলীয়ান হয়ে দাঁড়ায়েছে এ কায়া!
থাক কাব্য। আজ হঠাৎ মনে হল,
এমন যদি হয়, তোমার ফোনে রিং হবে অথচ তুমি...
থাক।
শুধু বলি, এতবড় রসিকতা সই, এ দুর্বলের সে শক্তি নেই প্রাণে
এটুকু তুমি দেখো
এমন যদি হয়, তোমার ফোনে রিং হবে অথচ তুমি...
থাক।
শুধু বলি, এতবড় রসিকতা সই, এ দুর্বলের সে শক্তি নেই প্রাণে
এটুকু তুমি দেখো
তুমি না থাকলে আমি বলে কিছু হয় না
শুধু এতটুকুই জানি।
তাই বিধাতাকে বোলো -
যমরাজ যেন দুটো বিছানা একসাথে নিয়ে আসেন,
না হলে জীবিত শরীরে মৃত প্রাণের
কি মূল্য বলো আছে!
শুধু এতটুকুই জানি।
তাই বিধাতাকে বোলো -
যমরাজ যেন দুটো বিছানা একসাথে নিয়ে আসেন,
না হলে জীবিত শরীরে মৃত প্রাণের
কি মূল্য বলো আছে!