Skip to main content
 
বাইরে আছি। বাবার ফোন এলো হঠাৎ। একটু লজ্জা লজ্জা গলা। "হ্যাঁ রে মিষ্টির দোকানে পাটিসাপটা করে না? দেখিস তো পাস যদি আসার সময়। আসলে আজ মকর সংক্রান্তি তো। তোর যদিও এসব জানার কথা না। ..না পেলেও ক্ষতি নেই কোনো"। 
        আমার গল্পের তার কাটল। মকর সংক্রান্তি মনে ছিল। ফেসবুকের নানা ছবিতে মকর সংক্রান্তি আর পিঠের কথাও মনে করিয়ে দিচ্ছিল। বাবারও যে মনে আছে বুঝিনি। আশেপাশের জ্ঞানীগুনী লোকরা বলেন, "বিয়ে না করলে এগুলো সইতে হয়"। শুনে হাসি পায়। ভাগ্যে মিষ্টির দোকানী এই তত্ত্বে বিশ্বাসী নয়। 
        কিছু জিনিসের বিকল্প হয় না জানি, মা আর সংসার তার মধ্যে একটি। আত্মীয়ের শূন্যতা বড় কথা নয়, বড় কথা আশ্বাসের শূন্যতা। কিন্তু সমাজ মানে তো আর আত্মীয়ের বেষ্টনী নয় শুধু, একটা আশ্বাসের বেষ্টনী। সেই আশ্বাসটুকুই থাক মিষ্টি হয়ে ঘিরে সবাইকে। নানান সম্পর্কের মোড়কে আশ্বাসের পুর। আমার পাটিসাপটা । শুভ মকর সংক্রান্তি।