সৌরভ ভট্টাচার্য
17 June 2016
১
---
ফুলের বুকে মকরন্দ
আমার বুকে তুমি
একলা রাখতে সাহস পাই না
তাই দোসর অন্তর্যামী!
২
---
আয়নাও তোমার সামনে ভয়ে ভয়ে দাঁড়ায়
তুমি সরে গেলে
ওর বুকের থেকে চিরবাঞ্ছিত তোমার ছায়াও মিলায়
৩
---
তোমায় দেখে অবধি একটাই সুখ
পাওয়ার
তোমায় পেয়ে অবধি একটাই ভয়
হারাবার
তোমায় নিয়ে মিলিয়ে যেতে অভিযোগ
চোখের
তোমায় চোখের বাইরে দেখায় আপত্তি
বুকের